জেনারেল রাইটিংঃমা দিবস।
সবাইকে মা দিবসের শুভেচ্ছা।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৯ শে বৈশাখ।গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ, ১ই মে ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি জেনারেল রাইটিং আপনাদের সাথে শেয়ার করবো।
ঢাকাসহ সারাদেশে গত কয়েকদিন ধরে তাপ প্রবাহ প্রবাহিত হচ্ছে। গরমে জন জীবন বিপর্যস্ত। আজ বিকেলে, ঢাকায় কয়েক সেকেন্ডের ঝড়ো হাওয়া ও সন্ধ্যার পর এক পশলা বৃষ্ট্ ঢাকার জন জীবনে স্বস্তি নিয়ে এসেছে। গরমে খেটে খাওয়া মানুষদের কষ্ট সবচেয়ে বেশি। গরমে- রোদে পুড়ে তাদের কাজ করতে হয়। হিট স্ট্রোকের ভয়, পেটের ক্ষুধার কাছে পরাজিত হয়। অনেকেই বলে থাকেন তাঁরা অভ্যস্ত। ঝড়-বৃষ্টি- তাপ প্রবাহ কোন কিছুই তারা পরোয়া করে না। তারা অভ্যস্ত ঠিক আছে। কিন্তু উপায় না থাকায় তাঁরা অভ্যস্ত! পবিবার পরিজনের মুখের দিকে তাকিয়েই তাঁরা অভ্যস্ত হয়ে উঠেছে। রোদ-গরম উপক্ষা করে হাড়ভাঙ্গা পরিশ্রমে অভ্যস্ত হতে এই মানুষরা বাধ্য হয়েছে। আর হ্যাঁ ওরা পরিশ্রম করে বলেই আমরা আরাম আয়েছে থাকতে পারি। তাই আমাদের সবার উচিত শ্রমজীবী মানুষের সাথে মানবিক আচরণ করা ও সদয় হওয়া। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে প্রতি সপ্তাহের ন্যায় আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। বিষয় মা দিবস। বাসায় গেস্ট ছিল। সারাদিন ব্যস্ত ছিলাম। তাই পোস্ট রেডি করতে পারিনি। যখন লিখছি তখন কয়েক মিনিট বাঁকী আছে মা দিবসের। যখন পোস্ট করবো তখন হয়ত অন্য দিন পড়বে। তাতে কি? মা দিবস কেন কোন দিন তারিখে বন্দি হবে?
প্রতি বছর ঘটা করে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে মা দিবস পালিত হয়। বেশ কিছু দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের বেশির ভাগ দেশেই মে মাসের দ্বিতীয় রবিবার দিনটি পালিত হয়। আজকের দিনটি মা"দের দিন। ঘটা করে সন্তানরা মা কে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। প্রতি দিনেই মায়ের জন্য সন্তানের ভালোবাসা থাকে। প্রতি মূহুর্তে ভালোবাসা-শ্রদ্ধা- সম্মান থাকে। মাকে ভালোবাসে না এমন অভাগা সন্তান পৃথিবীতে নেই বললেই চলে। তারপরেও একটু আলাদা করে ভালোবাসা জানাতেই মা দিবস। এই দিবসটি পালন নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকেই বলেন, মায়ের জন্য আলাদা করে আবার দিবস কি? অনেকে বলেন, এই বিবস পাশ্চাত্য ধারণা। বানিজ্য মা দিবস পালনের একটি বড় উদ্দেশ্য। শত মত ও বিতর্কের পরেও অনেকে মনে করেন বছরের একটি দিন মা-সন্তানের মিলন হলে ক্ষতি কি? হোক না একটি দিন শুধু মায়েদের। বর্তমান যুগ দৌড়ের উপর থাকার যুব। অনেক মায়েই কর্মজীবী। সন্তানরাও ব্যস্ত নিজের কাজ নিয়ে। বর্তমানে অনেকেই আছেন মা-সন্তানের দেখাই হয় বছরে হাতে গোনা কয়েকবার। এই ব্যস্ত যুগে মায়েদের জন্য একটি দিন আসলে দরকারি। মা দিবসে পৃথিবীর সকল মা"দের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
বর্তমান প্রেক্ষাপটে একটি কথা ঠিক কোন দিবস মানেই বানিজ্য। কর্পোরেট প্রতিষ্ঠান গুলো আবেগকে পুঁজি করে ব্যবসা করে। মা দিবস কে ঘিরেও ব্যবসা করে। শুধু একটি বিষয়ে সতর্ক থাকতে হবে আয়োজকদের বিজ্ঞাপনের আড়ালে যেন মা দিবসের মহাত্ব ম্লান না হয়। মা দিবস ঘটা করে পালনের চেয়ে ঘরোয়া পরিবেশে উদযাপন হয় আমাদের দেশে। অনেকেই আমরা ফুল,উপহার ও ভালোবাসার বার্তা দিয়ে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা বার্তার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে স্যোস্যাল মিডিয়া। মাকে নিয়ে সন্তান তার অভিব্যক্তি প্রকাশ করে স্ট্যাটাস, ছবি, কবিতা ও গানের মাধ্যমে। আপনারা লক্ষ্য করেছেন, সোশ্যাল মিডিয়ার আজকের নিউজ ফিড মা দিবসকে কেন্দ্র করে ভরে উঠেছে। মা আমাদের নির্ভর আশ্রয়। আমাদের জীবনের যা অর্জন তাঁর সবকিছুতেই প্রথম অবদান মায়ের। কথা বলা থেকে শুরু করে জীবন দর্শন সব মায়ের। মা প্রথম শিক্ষক। বন্ধুর চেয়েও অনেক বেশি। মায়েরা গরীব হয় না। পৃথিবীর সকল মায়েদের কাছে তার সন্তান রাজকন্যা-রাজপুত্র। "মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই"। কবির এই পংক্তি সত্য। আসুন পৃথিবীর সকল মায়েদের আমরা আনন্দে রাখি। ভালোবাসায় জড়িয়ে রাখি। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১২ইএপ্রিল, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
একটা অসাধারণ ও হৃদয়ছোঁয়া লেখা হয়েছে মা দিবস নিয়ে। লেখার প্রতিটি লাইনে ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর অনুভবের গভীরতা। মা শুধু একটি শব্দ নয়, মা মানে একটি পৃথিবী। আপনার লেখাটি শুধু মা দিবস নয়, প্রতিদিন মায়ের গুরুত্ব মনে করিয়ে দেয়। এমন সৎ ও আবেগঘন লেখার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Link
https://x.com/selina_akh/status/1921915681265610878
https://x.com/selina_akh/status/1921916995810808319