ছাদে গিয়ে মেসমেটরা মিলে গল্প করার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১১ই মে, রবিবার,২০২৫ খ্রিঃ

কভার ফটো


1000046646.jpg



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার আমার অনেক ভালো লাগে। প্রতিদিন আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। এখন প্রচন্ড গরম পরছে এই গরমে আসলে কোন কিছু করেই শান্তি মেলে না। সারাদিন তীব্র পরিমাণে গরমের পরে সন্ধ্যেবেলায় কালবৈশাখী ঝড়ের একটু আভাস যেন অন্যরকম পাওয়া। যদিও কালবৈশাখী ঝড় আশা করলেও আসছে না। আজকেও সারাদিন অনেক গরম ছিল। সন্ধ্যেবেলায় একটু ঠান্ডা হাওয়া বইছিলো।ঠান্ডা হাওয়া দেখে তাড়াতাড়ি ছাদে চলে গেছি। ছাদে গিয়ে মেসমেটরা মিলে গল্প করলাম। সেই মুহূর্তেই আপনাদের সাথে শেয়ার করব।



এখন কুষ্টিয়াতে তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি। কালকে তো আবার ৪০ ডিগ্রী ছিল শুনেছিলাম। এই গরমে আসলে কোন কিছুই ভালো লাগেনা। কোচিং কয়েক দিনের জন্য ছুটি দিয়েছিল। এই গরমে মানুষ কোন কিছু করে শান্তি পাচ্ছে না। গ্রামে তো তাও একরকম থাকা যায় কিন্তু এই শহরের ছোট ছোট ঘরের মধ্যে থাকা খুবই কষ্টকর হয়ে উঠছেন। মেসের রুমগুলো অনেক ছোট ছোট হয়। এখানে দুজনের জায়গায় তিনজন থাকা যায় না। এই রুমের মধ্যে সারাটা দিন কাটাতে প্রচন্ড অস্থির লাগে। এর আগের বছর এই সময় গরমে সারাদিন ফ্যান চালিয়ে রাখার কারণে আমার ফ্যানে আগুন ধরে সে কি অবস্থা। ভগবান বাঁচিয়ে রেখেছিল বলে বেঁচে আছি। হঠাৎ ঘুম ভেঙ্গে বিষয়টা যদি না বুঝতে পারতাম হয়তো সেদিনই কিছু একটা হয়ে যেতাম। সে যাই হোক।

প্রচন্ড গরমে সারাদিন ফ্যান চালিয়ে রাখার কারণে এই ভয়টা আবার পারছিলাম। বাইরে যাব কি করে!সেখানে তো আরো গরম। কোন কিছুতেই স্বস্তি মিল ছিল না। হঠাৎ করে জানালা দিয়ে ফুরফুরে হাওয়া। মনটা যেন শান্ত হয়ে গেল। মনের মধ্যে আনন্দ চলে আসলো। এ গরমে এরকম হাওয়া মানে প্রশান্তি। পাশের রুমের ফ্রেন্ড কে ডেকে নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি কালবৈশাখীর এলোমেলো বাতাস। তবে ঝড় বৃষ্টি কিছুই আসবে না সেটা বোঝাই যাচ্ছিল। আকাশে উজ্জ্বল চাঁদ উঠেছে। আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। তীব্র গরমের শেষে এলোমেলো বাতাস প্রশান্তির একমাত্র ঠিকানা নিয়ে আসলো।

আমাদের মত আরো অনেকেই ছাদে এসে গল্পে মেতে উঠলো। আমার অবশ্য পরশুদিন পরীক্ষা তারপরেও আমি ছাদে চলে গেলাম। এই গরমে আর রুমের মধ্যে কোনভাবেই থাকা যাচ্ছিল না। ছাদে গিয়ে সবার সাথে গল্প করতে ভীষণ ভালো লাগছিল। মেস লাইফে সবাই মিলে গল্প করা এই সময়টা যেন আনন্দে ভরে ওঠে। ছাদে গেলে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া যায়। মেসে অনেক মানুষ থাকায় খুব বেশি মানুষকে চিনি না। তবে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে আলাপ করতে ভীষণ ভালো লাগে। বেশ অনেকটা সময় ধরে সবার সাথে গল্প করলাম। এলোমেলো হাওয়া তালে তালে আমরা মেতে উঠছিলাম।

তারপরে আবার রুমে চলে আসলাম। রুমে আসতে মনে হচ্ছে এসি থেকে হিটারের মধ্যে আসলাম। এত পরিমাণ গরম। এই গরমে যে কি করব কিছুই বুঝতে পারছি না।আবার সেই ফ্যান চালানো শুরু করলাম। ফ্যানের বাতাস প্রচন্ড গরম। কোথাও শান্তি নেই। তবে অনেকদিন পর ছাদে যাওয়া হলো। আমি খুব কম ছাদে যাই। অনেকদিন পরে সবার সাথে গল্প করতে বেশ ভালো লাগছিল। সুন্দর রাত, সঙ্গে তার আর এলোমেলো হাওয়া। এইম গরমে এটা যেন অনন্য পাওয়া।
আজ এই পর্যন্তই।



ছবির বিবরণ

ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১১ মে ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 days ago 

গতবছরের সেই ভয়ানক ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেই প্রার্থনা করি। প্রচন্ড গরমের ভেতরে আসলে সব সময় এই রুমের ভিতরে থাকতে ভালো লাগে না। তবে গরমের ভেতরে ছাদের এলোমেলো বাতাস ভীষণ ভালো লাগে। সবাই মিলে গিয়ে দারুন সময় অতিবাহিত করেছে যেন ভালো লাগলো। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে আসলেই খুব ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.27
JST 0.038
BTC 103538.83
ETH 2610.03
USDT 1.00
SBD 0.89